Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৬ জানুয়ারি ২০২৫

বিসিসি ফরিদপুর ও ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের মধ্যে সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত


প্রকাশন তারিখ : 2025-01-06

আজ (০৬.০১.২০২৫) বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, আঞ্চলিক কার্যালয়, ফরিদপুর এবং ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ -এর মধ্যে আইটি প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। বিসিসি ফরিদপুর আঞ্চলিক কার্যালয়ে এ সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে বিসিসি ফরিদপুর আঞ্চলিক পরিচালক জনাব অলিউল্লাহ আহম্মেদ সভাপতি এবং ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ -এর অধ্যক্ষ জনাব অধ্যাপক মোঃ আলমগীর হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ এর সহযোগী অধ্যাপক  (সিএসই) জনাব মোঃ খলিল উদ্দিন, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (সিএসই) জনাব মোঃ শামছুল ইসলাম ও প্রভাষক (সিএসই) জনাব মো: ‍সুমন রেজা, বিসিসি ফরিদপুর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীগণ এবং বিসিসির প্রশিক্ষণ কোর্সের শিক্ষার্থীগণ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।