Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৯ জুলাই ২০২৪

দরপত্র দাখিলের সময় বর্ধিতকরণ


প্রকাশন তারিখ : 2024-07-28



সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি), আঞ্চলিক কার্যালয়, ফরিদপুর -এর অকেজো ঘোষিত মালামাল বিক্রয়ের নিমিত্ত একটি নিলাম বিজ্ঞপ্তি কার্যালয়ের ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে (স্বারক নম্বর: ৫৬.০১.২৯০০.০২০.৪৭.০০১.২১.৯৮, তারিখঃ ১৮/০৭/২০২৪ খ্রিঃ) এবং জাতীয় দৈনিক "বাংলাদেশ প্রতিদিন" পত্রিকায় ১৯/০৭/২০২৪ খ্রিঃ তারিখে প্রকাশ করা হয়। উক্ত বিজ্ঞপ্তির আলোকে দরপত্র সংগ্রহের তারিখ ২৮.০৭.২০২৪খ্রিঃ এবং দর দাখিল ও উন্মুক্তকরণের তারিখ ২৯.০৭.২০২৪খ্রিঃ। অনিবার্য কারণবশত এ সময় বর্ধিত করে নিম্নোক্ত সূচি অনুসারে পুনঃনির্ধারণ করা হলোঃ
 

 

দরপত্র সংগ্রহ ও দর দাখিলের শেষ সময়ঃ

০৪ আসস্ট, ২০২৪ ইং, দুপুর ২.৩০ ঘটিকা

দরপত্র উন্মুক্তকরণের সময়ঃ

০৪ আসস্ট, ২০২৪ ইং, দুপুর ৩.০০ ঘটিকা

 

উল্লেখ্য, নিলাম বিজ্ঞপ্তিতে উল্লিখিত বাকি সকল শর্ত অপরিবর্তিত থাকবে।